ইউএনওকে বান্দরবানে পাঠানোর হুমকি নতুন ইউপি চেয়ারম্যানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ১০:০৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২২
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আজগর আলী

‘ইউএনও মহোদয়, আপনি জেনে রাখুন, আপনি নিস্তার পাবেন না। আপনাকে আমি খাগড়াছড়ি, বান্দরবান পাঠিয়ে ছাড়বো। আপনার প্রশাসনের...(প্রকাশের অযোগ্য) নির্বাচনে যেভাবে আজগর আলীর বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিলেন, তা আংশিক হলেও আমরা রক্ষা করতে পেরেছি। বাকিটা জনগণ হাড়ে হাড়ে আপনাদেরকে বুঝিয়ে দেবে’।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসানকে এ হুমকি দিয়েছেন উপজেলার দন্ডপাল ইউনিয়ন থেকে নৌকা প্রতীকের নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের শান্তিনগরে এক সভায় দলীয় নেতাকর্মীদের সামনে এ হুমকি দেন আজগর আলী। তিনি দন্ডপাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে দন্ডপাল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আজগর আলী। তার বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান আজগর আলী বলেন, ‘ভোটের দিন আমার ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট কারচুপির খবর শোনা যায়। কেন্দ্রে ফলাফল দিচ্ছিল না প্রশাসন। আমার কর্মীরা সেখানে প্রতিবাদ করে। পরে পুলিশ আমার কর্মীদের ওপর লাঠিচার্জ করে। স্বয়ং ইউএনও হাতে লাঠি নিয়েছিল। এজন্য ইমোশনাল হয়ে আমি ওই বক্তব্যটি দেই।’

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রত্যয় হাসান বলেন, ‘নবনির্বাচিত চেয়ারম্যান আজগর আলী সাহেবের বক্তব্যটি আমি সংগ্রহ করেছি। একাধিকবার বক্তব্যটি শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কর্তৃপক্ষের পরামর্শক্রমে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।’

নির্বাচনে আজগর আলী নৌকা প্রতীকে চার হাজার ৯১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জামেদুল ইসলাম ঘোড়া প্রতীকে পান চার হাজার ৮৮২ ভোট।।

সফিকুল আলম/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।