মাছ ধরতে গিয়ে পুকুরে নৌকায় সিলমারা ব্যালট পেপার পেলেন জেলেরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
পুকুর থেকে জব্দ সিলমারা ব্যালট

কুমিল্লা চান্দিনায় ইউপি নির্বাচনের পর দিন পুকুর থেকে নৌকা প্রতীকে সিলমারা ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার সুহিলপুর গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ব্যালট পেপারগুলো উদ্ধার করা হয়।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার সন্ধ্যায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে সুহিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে একটি পুকুরে মাছ তুলতে গিয়ে কাগজগুলো দেখেন জেলেরা। পরে এলাকার লোকজন ব্যালট পেপারগুলো তুলে দেখেন নৌকায় সিলমারা ব্যালট।

বেলা সাড়ে ১১টার দিকে একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হারুন মিয়াজী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে আরেকটি পুকুরেও নৌকায় সিলমারা ব্যালট পেপার পাওয়া যায়। খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ব্যালট পেপার জব্দ করেন।

ওসি আরিফুর রহমান বলেন, ‘সকালে আমরা কয়েকটি অর্ধেক ছেঁড়া ব্যালট পেপার পেয়েছি। পরের ব্যালট পেপারগুলো সম্পর্কে আমার জানা নেই।’

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার জানান, ‘বিষয়টি নির্বাচন কমিশন ও কুমিল্লা জেলা প্রশাসককে জানানো হয়েছে। এ বিষয়ে তারা সিদ্ধান্ত নিবেন।’

প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের কুমিল্লার চান্দিনা উপজেলায় ১২ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলাফলে ১২ ইউপির তিনটিতে নৌকা, বাকি ৯টিতে স্বতন্ত্রপ্রার্থীরা জয় লাভ করেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।