হাতিতে চড়ে ইউপি মেম্বারের বিজয় মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৬ জানুয়ারি ২০২২
হাতিতে চড়ে বিজয় মিছিলে ইউপি মেম্বার ইব্রাহীম হোসেন মৃধা

সিরাজগঞ্জের তাড়াশে হাতিতে চড়ে বিজয় মিছিল করেছেন নবনির্বাচিত এক ইউপি মেম্বার। বিজয় মিছিলটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিজয় মিছিলটি করেন উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের ৬ নম্বর হামকুরিয়া ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার ইব্রাহীম হোসেন মৃধা। বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বিপুল ভোটে মেম্বার নির্বাচিত হন তিনি।

বিজ্ঞাপন

হাতিতে চড়ে ইউপি মেম্বারের বিজয় মিছিল

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত দুটি হাতি ও একটি ঘোড়ার গাড়ি নিয়ে বিজয় মিছিল বের করে গ্রামবাসী। এতে নেতৃত্ব দেন ইব্রাহীম হোসেন মৃধা। তিনি হাতির পিঠে চড়ে ছিলেন। বিজয় মিছিলটি নির্বাচনী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্যতিক্রম এ মিছিল দেখতে রাস্তার দুপাশে ভিড় করেন উৎসুক জনতা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাতিতে চড়ে ইউপি মেম্বারের বিজয় মিছিল

এ বিষয়ে নবনির্বাচিত ইউপি মেম্বার ইব্রাহিম হোসেন মৃধা বলেন, ভোটাররা ভালোবেসে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি নির্বাচিত হওয়ায় ভোটাররা আনন্দিত হয়েছেন। তাদের আনন্দ আরও বাড়িয়ে দিতে আমি ও আমার কর্মীরা মিলে এ আয়োজন করেছি।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।