কুমিল্লায় গ্যাস পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
কুমিল্লায় ইউনিভার্সেল সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড পেট্রল পাম্পের পেছনে ইউনিভার্সেল এলপি গ্যাস শেডে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৫ জন আহত ও দগ্ধ হয়েছেন। এসময় এলপি গ্যাসের শেডে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহতদের ঘটনাস্থলের পার্শ্ববর্তী ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাটিমি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার লাটিমি এলাকায় ইউনিভার্সেল সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড পেট্রল পাম্পের এলপি গ্যাস শেডে গ্যাস ভর্তি করার সময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। এসময় আরো ৩-৪টি সিলিন্ডার বিস্ফোরিত হলে গ্যাস শেডে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ৫ জন দগ্ধ ও আহত হয়।
এ ঘটনায় আহতদেরকে ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা পৌনে ৭টায় চৌদ্দগ্রাম থানা পুলিশের ওসি (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ওমর ফারুক ভূঁইয়া সেল ফোনে জানান, গ্যাস ভর্তি করার সময় সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। খবর পেয়ে চৌদ্দগ্রাম থেকে ২টি ও ফেনী থেকে ৩টিসহ ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কামাল উদ্দিন/এমএএস/পিআর