ভোটে হেরে জামানত হারাচ্ছেন সেই ঝুমন দাস

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২৪ এএম, ০৬ জানুয়ারি ২০২২

পঞ্চমধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান পদে পরাজিত হয়েছেন শাল্লার সেই আলোচিত যুবক ঝুমন দাস আপন। তিনি শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ৯৬৮ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত হারাতে পারেন তিনি। ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সুবল চন্দ্র দাস। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ৭৫৫৮ ভোট।

গেল বছর ঝুমন দাস আপন হেফাজত নেতা মামুনুল হককে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা মামলায় কারাভোগ করেন। শাল্লা হিন্দু গ্রামে সাম্প্রদায়িক হামলায় তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ ঘটনায় ঝুমন দাস দেশে-বিদেশে পরিচিতি লাভ করেন। নতুন করে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে আলোচনায় আসেন তিনি।

লিপসন আহমেদ/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।