গোপন কক্ষে না গিয়ে উন্মুক্ত স্থানে ভোট
সরকারি বিধি নিষেধ না মেনে রাজবাড়ী পাংশার পাট্টা ইউপির বয়রাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২নং বুথে উন্মুক্ত স্থানেই ভোট দিচ্ছেন ভোটররা।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর পৌনে ২টায় কয়েকজন ভোটারকে উন্মুক্ত স্থানে ভোট দিতে দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, কয়েকজন ভোটার সহকারী প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ব্যালট নিয়ে কাপড়ে ঘেরা নির্দিষ্ট স্থানে না গিয়ে ব্যালট বাক্সের পাশের ব্রেঞ্চে সবার সামনে সিল মারছেন। পরে ওই ব্যালট বাক্সে ফেলেন। এছাড়া এ কেন্দ্রে জাল ভোট দেওযারও অভিযোগ করেছেন কয়েকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার জানান, মহিলারা একবার ভোট দিয়ে বাইরে গিয়ে হাতের কালি মুছে আবারও ভোট দিচ্ছেন। কেন্দ্রের ভেতর ও বাইরে ভোটারদের কাছে ভোট চাওয়া হচ্ছে।
তবে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার লিটন কুমার বিশ্বাস নিয়মিত প্রতিটি বুথে গেলেও কোনো অনিয়ম পাননি বলে জানান।
তিনি বলেন, উন্মুক্ত স্থানে ভোটের চিত্র দেখিনি। এছাড়া জাল ভোটের কোনো অভিযোগ পাইনি।
তিনি আরও জানান, কেন্দ্রে দুই হাজার ৪৩ ভোট। দুপুর পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, পাট্টা ইউপিতে হাসিবুর রহমান বরকত (মোটর সাইকেল), আব্দুর রব মুনা বিশ্বাস (নৌকা), রাজদুল ইসলাম (ঘোড়া), গোলাম মোস্তফা ললুসহ (আনারস) চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রুবেলুর রহমান/এএইচ/এমএস