ফরিদপুরে হচ্ছে ‘লালন আনন্দ ধাম’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
সোমবার ফরিদপুর সদর উপজেলার চত্বর গ্রামে লালন আনন্দ ধামের নির্মাণকাজের উদ্বোধন করা হয়

বাউলসম্রাট লালন শাহর মত প্রচারে ফরিদপুর সদর উপজেলার চত্বর গ্রামে ‘লালন আনন্দ ধাম’-এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ জানুয়ারি) বিকেলে ফকির আরিফ খার উদ্যোগে লালনভক্ত বীর মুক্তিযোদ্ধা নোহির শাহ নির্মাণকাজের উদ্বোধন করেন।

Lalon

এসময় দরবেশ শামসুল শাহ, দরবেশ মহররম শাহ, ফকির মোসলেহ উদ্দিন, মানিকগঞ্জের অন্তর সরকার, ফকির আরজ আলী, সাংবাদিক প্রবির কান্তি বালা, ফকির আরজ আলী, আব্দুল হাকিম শেখ, সেকেন্দার মোল্লা, আশিক ইশবাল লিপটন, আবুল হোসেন উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজক ফকির আরিফ খা জানান, এ লালন আনন্দ ধাম থেকে লালনের মত প্রচার করা হবে। লালন অনুসারীদের লালন গানের প্রশিক্ষণ ও লালন গবেষণার সুব্যবস্থা থাকবে।

এন কে বি নয়ন/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।