বাগেরহাটে দুই বাড়ি থেকে ৭০০ শালিক পাখি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বাগেরহাট
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২২
একটি বাড়িতে আটকে রাখা শালিক পাখি

বাগেরহাটের মোল্লাহাটে দুটি বাড়ি থেকে প্রায় ৭০০ শালিক উদ্ধার করেছে পুলিশ। পরে পাখিগুলো আকাশে অবমুক্ত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ জানুয়ারি) রাতে ও রোববার (২ জানুয়ারি) ভোরে উপজেলার গাওলা ইউনিয়নের রাজপাট এলাকার কাকা মিয়ার বাড়ি থেকে বন্দি অবস্থায় ৫০০ এবং পার্শ্ববর্তী আরেকটি বাড়ি থেকে আরও ২০০ শালিক উদ্ধার করে মোল্লাহাট থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

jagonews24

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শিকার করা শত শত শালিক আটকে পাখির খামার গড়ে তুলেছিলেন তোতা মিয়া নামের মোল্লাহাটের এক ব্যক্তি। এ অঞ্চলে কেউ শালিক খান না। তবে বিভিন্ন হোটেলে ‘কোয়েল’ বলে শালিকের মাংস খাওয়ানো হয়। শালিক, ময়না ও টিয়ার মতো মানুষের ভাষায় কথা বলতে পারে, তাই এলাকায় অসংখ্য বাড়িতে অনেকেই শৌখিনভাবে খাঁচায় দু-একটি করে শালিক পালন করেন। তবে অভিযোগ রয়েছে, তোতা মিয়া খুলনাসহ বিভিন্ন এলাকায় পাইকারি দরে বিক্রি করেন শালিক।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, স্থানীয় মোল্লাহাটের বিল থেকে পাখিগুলো ধরে এনে বিক্রির জন্য রাখা হয়েছিল। পরে উদ্ধার করা পাখি আকাশে অবমুক্ত করা হয়।

শওকত আলী বাবু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।