কুমিল্লায় মাদকবিরোধী র‌্যালি অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:৩২ এএম, ০৪ জানুয়ারি ২০১৬

কুমিল্লায় ‘মাদকবিরোধী অভিযান ও প্রচারণা মাস’ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে সোমবার কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মো. মানজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কুমিল্লাস্থ ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান, র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মো. খুরশীদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আজিজুর রহমান, জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ  প্রমুখ। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে একটি বর্নাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাউনহল মাঠে এসে শেষ হয়। এতে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে কবুতর ও বেলুন উড়িয়ে মাসব্যাপী মাদক বিরোধী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।