১৮ বছর পর হঠাৎ ফিরে এলেন নিখোঁজ গৃহবধূ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৩ জানুয়ারি ২০২২

রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে স্বামীর বাড়ি থেকে নিখোঁজের প্রায় ১৮ বছর পর হঠাৎ ফিরে এসেছেন গৃহবধূ অজুফা বেগম (৪৮)। রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি ফিরে আসেন। তাকে ফিরে পেয়ে সন্তান ও স্বজনরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

গৃহবধূ অজুফা বেগম উপজেলার নবাবপুর ইউনিয়নের বেরুলী গ্রামের হাকিম শেখের মেয়ে। তার স্বামীর নাম শমসের ফকির।

নিখোঁজের প্রায় দেড় যুগ পর জীবিত ফিরে আসায় ওই গৃহবধূকে দেখতে তার স্বামীর বাড়িতে ভিড় করছেন উৎসুক জনগণ।

জানা গেছে, ১৮ বছর আগে স্বামী, ৪ মেয়ে ও ৩ ছেলে রেখে হঠাৎ নিখোঁজ হন অজুফা বেগম। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন তার স্বজনরা খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও তার সন্ধান পাননি। গত ২৭ ডিসেম্বর অজুফার বাবা হাকিম শেখ মারা যান। বাবার মৃত্যুর ৭ দিন পর অজুফা হঠাৎ করেই বাড়িতে ফিরে আসেন।

গৃহবধূর ছেলে মো. আব্বাস আলী ফকির বলেন, আমার মা ১৮ বছর আগে আমাদের ৭ ভাই-বোনকে রেখে নিখোঁজ হন। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। আমরা ধারণা করেছিলাম হয়তো মারা গেছেন। মায়ের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করার চিন্তা করছিলাম। কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাকে আমরা আবার ফিরে পেয়েছি।

প্রতিবেশী নুর আলম সিদ্দিক জানান, অজুফার মাথায় সমস্যা ছিল। প্রায় ১৮ বছর আগে সে হঠাৎ নিখোঁজ হয়। তাকে অনেক খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা ভেবেছে সে মারা গেছে। হঠাৎ গতকাল সন্ধ্যায় সে ফিরে এসেছে। তবে সে কাউকে চিনতে পারছে না।

রুবেলুর রহমান/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।