ঝিনাইদহে তিনকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা হয়নি
ঝিনাইদহের শৈলকুপায় দুই ভাতিজা ও এক ভাগ্নেকে গায়ে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে ঘাতক ও ঘটনার মূল হোতা ইকবাল হোসেনকে রোববারের ঘটনার পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা হাতেনাতে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করেন।
উল্লেখ্য, ঝিনাইদহের শৈলকুপা ইপজেলার কবিরপুর গ্রামের সম্প্রতি দেশে ফেরত সিঙ্গাপুর প্রবাসী ইকবাল হোসেন ও শৈলকুপা পাইলট স্কুলের শিক্ষক দেলোয়ার হোসেনের মধ্যে অর্থ-সম্পদ নিয়ে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছিলো। এরই জের ধরে রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রবাসী ইকবাল ছোট ভাই দেলোয়ারের দুই ছেলে শাফিন, আমিন ও বড় বোনের এক ছেলে মাহিনসহ মোট ৩ শিশুকে জানালার গ্রিলের সঙ্গে হাত ও মুখ বেঁধে বেধড়ক মারপিট করেন। পরে তাদের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে বাইরে থেকে তালাবন্ধ করে দেন।
এসময় অগ্নিদ্বগ্ধ ৩ শিশুকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক দেলোয়ারের দুই ছেলেকে মৃত ঘোষণা করে ও বড় বোন জেসমিনের ছেলে মাহিনকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়।
এমজেড/এমএস