পটুয়াখালীতে ৫ ইউনিয়নে নৌকা, বিদ্রোহী-স্বতন্ত্র ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২১
নবনির্বাচিত দুই চেয়ারম্যান প্রার্থী

পটুয়াখালীর রাঙ্গাবালী ও কলাপাড়া উপজেলার সাত ইউনিয়নে নির্বাচন হয়েছে। এর মধ্যে পাঁচ ইউনিয়নে নৌকা, একটিতে বিদ্রোহী ও বাকি একটিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা খান আলী শাহানুর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

কলাপাড়া উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- নীলগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. বাবুল মিয়া, টিয়াখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা, চাকামইয়া ইউনিয়নে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. মজিবর রহমান।

রাঙ্গবালী উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- রাঙ্গাবালী ইউনিয়নে নৌকা প্রতীকের শাহিদুজ্জামান মামুন, ছোট বাইশদিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের এ বি এম আবদুল মান্নান, চরমোন্তাজ ইউনিয়নে নৌকা প্রতীকের একে শামসুদ্দিন আবু মিয়া ও চালিতাবুনিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের মু. জাহিদুর রহমান।

আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।