৩ মাসের বকেয়া দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা

গাজীপুরের শ্রীপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। পুলিশের আশ্বাসে দেড় ঘণ্টা পর মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা।

কারখানার শ্রমিক নার্গিস, সুজন, কামালসহ কয়েকজন বলেন, এএসআর গ্রুপের গোল্ডেন সোয়েটার কারখানায় কর্মকর্তাসহ শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া আছে। কারখানা কর্তৃপক্ষ একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ করেনি। এদিকে তিনমাসের বেতন না পেয়ে আমাদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। তাই বিক্ষোভ করতে বাধ্য হয়েছি।

jagonews24

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জাগো নিউজকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মহাসড়কে এখন যান চলাচল স্বাভাবিক আছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জাগো নিউজকে বলেন, প্রায় দেড় ঘণ্টা পর শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়। শ্রমিকদের বেতনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।