সুন্দরবনে অজগর সাপ অবমুক্ত


প্রকাশিত: ১১:০০ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

বাগেরহাটের শরণখোলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা এলাকার এক বাড়ি থেকে প্রায় ১০ ফুট লম্বা অজগর সাপ আটক করা হয়েছে। শনিবার বিকেলে ওই গ্রামের রহিম চৌকিদারের মুরগির খামারে অজগর সাপটিকে প্রথমে দেখতে পায় স্থানীয়রা। পরে তারা সাপটিকে আটক করে সুন্দরবনের ওয়াইল্ড লাইফ টিমের কাছে হস্তান্তর করে।

রোববার দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবনের ওয়াইল্ড লাইফ টিমের স্থানীয় প্রতিনিধি মো. জাকারিয়া মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।

শওকত আলী বাবু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।