নির্বাচনের আগে মসজিদের পাশে মিললো ৬০ ককটেল
চাঁদপুরের শাহরাস্তিতে ৬০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দিগধাইর গ্রামের ভুঁইয়া বাড়ি মসজিদের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করা হয়।
এদিকে নির্বাচনের আগের দিন ককটেল উদ্ধারের ঘটনায় এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার লোকজন একটি বাজারের ব্যাগে ককটেলগুলো পড়ে থাকতে দেখে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেলগুলো উদ্ধার করে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান জানান, পরিত্যক্ত অবস্থায় পাওয়া ককটেলগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।
নির্বাচনের আগ মুহূর্তে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর অনুরোধ জানিয়েছেন সাধারণ জনগণ।
নজরুল ইসলাম আতিক/এফএ/এমএস