আহাজারি করারও লোক নেই আজিজের বাড়িতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
শোকে পাথর বৃদ্ধ আব্দুল আজিজ

বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের আগাপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধ আব্দুল আজিজ। ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিনি হারিয়েছেন যমজ দুই নাতনিকে। স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক। মেয়ে নিখোঁজ। বৃদ্ধ আজিজের বাড়িতে এখন কান্নার লোকও নেই।

শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বরগুনা থেকে টমটমে কফিনে আসে আব্দুল আজিজের চার বছরের যমজ দুই নাতনি লামিয়া ও সামিয়ার শনাক্ত হওয়া মরদেহ।

প্রতিবেশীরা জানান, বৃদ্ধ আব্দুল আজিজের স্ত্রী দুলু বেগমের (৫৫) অবস্থাও আশঙ্কাজনক। তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এখনো নিখোঁজ মেয়ে শিমু আক্তার (২৬)।

বিকেলে যখন দুই শিশু নাতনির মরদেহ আব্দুল আজিজের বাড়িতে আসে তখন নির্বাক হয়ে যান বৃদ্ধ আব্দুল আজিজ। বারবার ছুঁয়ে দেখেন কফিন দুটি। এসময় তাকে সান্ত্বনা দিতে দেখা যায় প্রতিবেশীদের।

প্রতিবেশীরা বলেন, আশপাশের অনেকেই এসেছে আব্দুল আজিজকে সান্ত্বনা দিতে। কিন্তু একটি পরিবারের এমন অবস্থায় কী আর সান্ত্বনা দেওয়া যায়! তারাও যেন সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।

এসআর/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।