কাউন্টারে মিলছে না টিকিট, কালোবাজারে বেশি দামে কিনছেন যাত্রীরা

ফয়সাল আহমেদ ফয়সাল আহমেদ , রাজশাহী
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১
লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের

রাজশাহী রেলস্টেশনে টিকিট সংকট কাটছে না। স্টেশনের কাউন্টারগুলোতে টিকিট ছাড়ার পর মুহূর্তেই বিক্রি হয়ে যাচ্ছে সব টিকিট। এতে লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে ফিরে যেতে হচ্ছে যাত্রীদের। এনিয়ে যাত্রীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজশাহী রেলস্টেশনের কাউন্টার ঘুরে দেখা যায়, টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ সারি। টিকিট না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন।

স্টেশন সূত্রে জানা গেছে, ২৬ ও ২৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকার কোনো টিকিট নেই কাউন্টারে। সব বিক্রি হয়ে গেছে। টিকিটের তীব্র সমস্যার পরও রাজশাহী থেকে ঢাকাগামী চারটি ট্রেনে থেকে চারটি কোচ অপসারণ করার কথা ছিল ২৩ ডিসেম্বর পর্যন্ত। এতে ৪২০টি আসনের ঘাটতি দেখা দিতো। তবে টিকিট সংকটের কারণে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে রেলওয়ের চিফ কমার্শিয়াল দপ্তর। জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর চারটি ট্রেন থেকে চারটি কোচ অপসারণ করা হবে।

কাউন্টারে মিলছে না টিকিট, কালোবাজারে বেশি দামে কিনছেন যাত্রীরা

রাজশাহী থেকে ঢাকাগামী ট্রেন চারটি হলো-বনলতা, সিল্কসিটি, পদ্মা ও ধুমকেতু এক্সপ্রেস। এ চারটি ট্রেনে রয়েছে ১৩টি কোচ। যার মধ্যে দুটি পাওয়ারকারে কোনো আসন নেই। সবমিলিয়ে ১৩টি কোচে রয়েছে চার হাজার ৬২০টি আসন। আবার এরমধ্যে প্রায় ১২০০টি আসন বরাদ্দ রয়েছে রাজশাহী স্টেশনের জন্য। যার মধ্যে অনলাইনে রয়েছে ৫০ শতাংশ টিকিট এবং অফলাইন অর্থাৎ স্টেশন কাউন্টারগুলোতে রয়েছে ৫০ শতাংশ টিকিট। যা মূলত যাত্রার পাঁচদিন আগে ছাড়া হয়।

যাত্রীদের অভিযোগ, কাউন্টারে টিকিট না মিললেও কাউন্টারের বাইরে কালোবাজারিদের কাছে দ্বিগুণ দামে মিলছে টিকিট।

নগরীর অক্ট্রয় মোড় এলাকার বাসিন্দা আবু হেনা মোস্তফা জামান জাগো নিউজকে বলেন, ‘পরপর তিনদিন স্টেশন গিয়েছি। কিন্তু টিকিট পাইনি। পরে বাধ্য হয়ে স্টেশনে ঘোরাফেরা করা কালোবাজারির কাছ থেকে ঢাকা যাওয়ার দুটি টিকিট ৪০০ টাকা বেশি দিয়ে কিনেছি।’

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘পত্র-পত্রিকায় রেলসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের বড় বড় উন্নয়নের কথা শুনি। কিন্তু উন্নয়ন বাস্তবে তো চোখে পড়ে না। সেদিনও রেলমন্ত্রী রেলসেবায় সর্বোচ্চ উন্নয়নের কথা বললেন। অথচ উন্নয়নের বদলে ভোগান্তি মিলছে।’

কাউন্টারে মিলছে না টিকিট, কালোবাজারে বেশি দামে কিনছেন যাত্রীরা

দীর্ঘ লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে বাড়ি ফিরছিলেন মোহন শাহরিয়ার নামের এক যুবক। জানতে চাইলে তিনি বলেন, ‘টিকিটের জন্য তিন ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম। পরে গিয়ে শুনি সিট নেই। বৃদ্ধ মা, বোন ও ছোট ভাই ঢাকায় যাবে বড় বোনের বাড়ি বেড়াতে। কিন্তু সিট বা টিকিট না পেলে কীভাবে তাদের পাঠাবো?’

এ বিষয়ে রাজশাহী রেলস্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল কাদেরের বক্তব্য জানতে তার মোবাইলে একাধিকবার কল দিলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম) মো. আহসান উল্লাহ ভূইঞা জাগো নিউজকে বলেন, ‘ডিসেম্বর মাস ছুটির মাস। চলতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শীতকালীন ছুটি, ট্রেন টিকিটের তুলনায় বাসের বাড়তি ভাড়া, শীতকালীন সড়কের ঘনকুয়াশা ও ভাঙা রাস্তাসহ দুর্ঘটনা এড়িয়ে ট্রেনের নিরাপদ যাত্রা টিকিট সংকটের মূল কারণ। তবে শীত পার হলে এ সংকট থাকবে না। আগামী বছরে আরও নতুন নতুন কোচ যুক্ত হবে। সেক্ষেত্রেও আসন সংখ্যা বাড়বে। এতে যাত্রীদের ভোগান্তিও কমে যাবে।’

ফয়সাল আহমেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।