খাকদোনের পাড়ে চিরনিদ্রায় শায়িত হলেন ২৭ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১

লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টায় বরগুনা পোটকাখালী গ্রামে খাকদোন নদীর তীরবর্তী গণকবরে বেওয়ারিশ হিসেবে মরদেহগুলো দাফন করা হয়।

lash011

এর আগে দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই চার মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ঝালকাঠি থেকে বরগুনা সদর হাসপাতালে পৌঁছায় ৩৩ মরদেহ। এরপর রাতে একজনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। শনিবার সকালে আরও তিনজনের মরদেহ শনাক্ত করে স্বজনরা। পরে ২৯ জনের জানাজা সম্পন্ন হয়। জানাজার পরে আরও দুইজনকে শনাক্ত করে স্বজনরা। বাকি ২৭ মরদেহ দাফন করা হয়েছে।

jagonews24

এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

lash011

এএইচ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।