‘মা এলো ঠিকই, তবে লাশ হয়ে’
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১১:১৬ এএম, ২৫ ডিসেম্বর ২০২১
লঞ্চ অগ্নিকাণ্ডে নিহত মনোয়ারা (৬০) নামের আরও একজনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। শনিবার (২৫ ডিসেম্বর) সকালে নিহতের মেয়ে ফাতেমা কফিনে লাগানো মায়ের ছবি দেখে মরদেহ শনাক্ত করেন।
নিহত মনোয়ারা চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা গ্রামের বাসিন্দা। মেয়ে ফাতেমার শ্বশুরবাড়ি বরগুনার ঢলুয়ায় বেড়াতে আসছিলেন তিনি। এ সময় মনোয়ারার সঙ্গে তার স্বামী বেলাল হোসেন ও মেয়ে আমেনা ছিলো। তারা এখন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মনোয়ারার মেয়ে ফাতিমা বলেন, মা অনেকদিন ধরেই আমাদের বাড়িতে (শ্বশুরবাড়ি) বেড়াতে আসতে চাচ্ছিলো। কিন্তু কাজের চাপে সুযোগ হচ্ছিলো না। এরপর বৃহস্পতিবার রাতে চাঁদপুর থেকে এমভি অভিযান-১০ লঞ্চে ওঠে। লঞ্চে আগুন লাগলে বাবা ও বোন লাফিয়ে নদীতে নামলেও মা বের হতে পারেনি। মায়ের অনেক শখ ছিলো আমার শ্বশুরবাড়ি বেড়াতে আসবে। ভাগ্য কী নির্মম, মা এলো ঠিকই, তবে লাশ হয়ে।
প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর দিনগত রাত তিনটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ। এ ঘটনায় ৪১ জনের প্রানহানি ঘটেছে, আহত হয়েছে শতাধিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা। এনিয়ে ৮টি মরদেহ শনাক্ত করা হলো। বাকি ২৯ মরদেহ জানাজা শেষে পোটখালী গণকবরে দাফন করা হবে।
খান নাঈম/এফএ/এমএস