থানচিতে ৪ দিন রোয়াংছড়িতে দুদিন ভ্রমণে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৩ ডিসেম্বর ২০২১

বান্দরবানে চতুর্থ ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে থানচিতে চারদিন ও রোয়াংছড়িতে দুইদিন ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। শুক্রবার (২৪ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা শুরু হবে। সোমবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত নিষেধাজ্ঞা চলবে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জেলা প্রশাসন থেকে এতথ্য জানানো হয়।

রোববার (২৬ ডিসেম্বর) রোয়াংছড়ি ও থানচির আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দুই উপজেলার মধ্যে থানচির নাফাখুম, বড় পাথর এবং রোয়াংছড়ির দেবতাখুমসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। এসব পর্যটনকেন্দ্রে প্রতিদিনই শত শত পর্যটকের আগমন ঘটে।

জেলা প্রশাসন সূত্র জানায়, রোয়াংছড়িতে ২৫ ও ২৬ ডিসেম্বর—এ দুইদিন ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে।

বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এবং নির্বাচনী সহিংসতা এড়াতে পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকসহ বহিরাগতদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।