৪ মণ খেজুরের পাটালিতে ২ মণই চিনি!
ভেজাল মিশিয়ে খেজুরের পাটালি তৈরির দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে তিনজনকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে পাটালি তৈরি করার দায়ে হরিরামপুরের ঠাকুরপাড়া গ্রামের সেন্টু মিয়াকে আট হাজার টাকা, হাঁপানিয়া গ্রামের রমজান মিয়াকে চার হাজার টাকা এবং মজনু মিয়াকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেজালের বিষয়টি স্বীকার করে ঠাকুরপাড়া গ্রামের সেন্টু বলেন, ‘অর্ধেক রস আর অর্ধেক চিনি দিয়ে আমরা পাটালি তৈরি করছি। আজ ৮০ কেজি চিনি আর রস দিয়ে চার মণ পাটালি তৈরি করেছি।’
অভিযানের বিষয়ে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, ভেজাল পাটালি তৈরির দায়ে উপজেলার তিনজনকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অর্ধেক চিনি, অর্ধেক রস আর চুন মিশিয়ে তারা খেজুরের পাটালি তৈরি করছিলেন।
অভিযানে হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আতোয়ার রহমান ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বি এম খোরশেদ/এসআর/জেআইএম