শার্শায় শ্বশুরবাড়িতে জামাইয়ের আত্মহত্যা


প্রকাশিত: ০৩:০৩ এএম, ০৩ জানুয়ারি ২০১৬

যশোরের শার্শা উপজেলায় শ্বশুরবাড়িতে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন আলমগীর (৩০) নামে এক যুবক। শনিবার সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলমগীর উপজেলার ত্রীমহনী শামলাগাছি গ্রামের দাউদ হোসেনের ছেলে। শার্শার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলিম রেজা বাপ্পী জাগো নিউজকে জানান, আলমগীর মানসিক ভারসাম্যহীন ছিলেন। বেশ কয়েকদিন ধরে তিনি শার্শার ছোট বসন্তপুর গ্রামে শ্বশুর মিরাজ উদ্দিনের বাড়িতে স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। শনিবার বেলা ১১টার দিকে ঘরের দরজা আটকে নিজের শরীরে পেট্রোল জাতীয় কিছু একটা ঢেলে আগুন ধরিয়ে দেন। এসময় বাড়ির লোকজন তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে যশোর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।

তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয় বলে জানান ইউপি চেয়ারম্যান বাপ্পী। এ ব্যাপারে শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে জানান, থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।