মেয়রকে আইনমন্ত্রীর ভিন্নধর্মী উপহার


প্রকাশিত: ০২:২১ পিএম, ০২ জানুয়ারি ২০১৬
আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক, মেয়র তাকজিল খলিফা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. তাকজিল খলিফা কাজল দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে উপহার হিসেবে আখাউড়ায় একটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করে দিয়েছেন আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক।

এর ফলে ৭ জানুয়ারি থেকে ময়মনসিংহ-চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে চলাচলকারী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেন আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবারিত করবে।

পৌরসভা নির্বাচনে বিজয়ী হওয়ার পর শুক্রবার রাতে ঢাকায় আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হকের সঙ্গে দেখা করে নব-নির্বাচিত মেয়র মো. তাকজিল খলিফা কাজল সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে আখাউড়া পৌরসভাবাসী আমাকে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত করায় উপহার হিসেবে আইনমন্ত্রী আখাউড়া রেলওয়ে জংশনে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করেছেন।

উল্লেখ্য, গত ১ আগস্ট আখাউড়ায় অনুষ্ঠিত একটি সমাবেশে আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির বিষয়ে আখাউড়াবাসীকে আশ্বস্ত করেছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাড. আনিসুল হক।

আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।