অসুস্থ মাকে দেখতে এসে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো যুবকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৩:২৩ পিএম, ১৯ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

পিরোজপুরের নাজিরপুরে অসুস্থ মাকে দেখতে এসে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে মো. হাবিবুর রহমান হাওলাদার (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার শাঁখারীকাঠি ইউনিয়নের মধ্য চালিতাবাড়ি গ্রামের সাবেক মেম্বার জব্বার খানের বাড়ির কাছের জমিতে এ ঘটনা ঘটে। মৃত হাবিবুর বুড়িখালী গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, ওই জমিটি স্থানীয় চালিতাবাড়ি এলাকার জাকির হোসেন খানের। কিন্তু জমিটি একই এলাকার ছিদ্দিক সর্দার ও আবু সাঈদ শেখ বর্গা হিসেবে (চাষের জন্য) চাষ করনে। জমিতে ধান পাকলে ইঁদুরের উপদ্রব দেখা দেয়। তাই তারা পার্শ্ববর্তী হাসানাত খানের বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে ইঁদুর মারার জন্য ফাঁদ পাতেন।

মৃতের স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী এলাকায় সবজির ব্যবসা করতেন। সম্প্রতি তিনি ঋণগ্রস্ত হয়ে পড়লে ঢাকা চলে যান। কিন্তু গত কয়েক দিন ধরে আমার শাশুড়ি দোলা গাজী অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে তাকে দেখতে বাড়ি আসছিলেন। ওই পথ দিয়ে তিনি বাড়ি আসার সময় জমিতে থাকা ইঁদুর মারার জন্য বিদ্যুতের ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ওই পথ দিয়ে স্থানীয় বাসিন্দা শাহ আলম শেখ যাওয়ার সময় ওই যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে আমাকে (গ্রাম পুলিশ) ফোন দেন। আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশে খবর দেই।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, স্থানীয় গ্রাম পুলিশের কাছ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা কার হচ্ছে, জমি দিয়ে ওই যুবক যাওয়ার সময় সেখানে থাকা ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মৃত্যু হয়েছে। তার দু’পায়ে বিদ্যুতের তারে পুড়ে যাওয়ার দাগ আছে।

এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।