বরখাস্ত মেয়র আব্বাসের চেম্বারের অদূরে মিললো ২ বস্তা দেশীয় অস্ত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:১১ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
অস্ত্রগুলো কে বা কারা রেখেছিল তা জানা যায়নি

রাজশাহীর কাটাখালী বাজার এলাকায় রয়েছে বরখাস্ত মেয়র আব্বাস আলীর চেম্বার। তার চেম্বার থেকে খানিকটা দূরে দুই বস্তা রামদা, চাইনিজ কুড়াল, হাঁসুয়াসহ ২১টি দেশীয় অস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আব্বাস আলীর চেম্বারের অদূরে কাটাখালী স্কুল মাঠের পাশ থেকে এসব উদ্ধার করা হয়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল ইসলাম নামের এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ির পাশ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। দুই বস্তায় মোট ২১টি দেশীয় অস্ত্র ছিল। সকালে বাড়ির জঙ্গল পরিষ্কারের সময় অস্ত্রের বিষয়টি জানতে পেরে বাড়ির মালিকের ভাই পুলিশকে জানান। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।

এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এছাড়া অস্ত্রগুলো কে বা কারা রেখেছিল তাও জানা যায়নি।

এদিকে বিকেল ৪টার দিকে এমন আরও একটি অস্ত্রের সন্ধান মিলেছে বলে জানান কাটাখালী থানার (ওসি-তদন্ত) মতিয়ার রহমান।

তিনি বলেন, ‘ভিন্ন আরেকটি স্থান থেকে আরও একটি মেসেজ পেয়েছি। সেখানে যাচ্ছি। এমন ঘটনার সার্বিক তদন্ত শেষে থানায় মামলা বা অভিযোগ করা হবে।’

ফয়সাল আহমেদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।