ছেঁড়াদ্বীপে এক লাখ ইয়াবাসহ আটক ৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:৫৭ পিএম, ১৮ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় ট্রলারে অভিযান চালিয়ে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৮ মাঝিমাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে এ অভিযান চালানো হয়। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ডিসেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. সাকিব মেহেবুবের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন রাত ৮টার সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামার জন্য সংকেত দেয়।

বোটটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালাতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে বোটটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় বোটে থাকা ৮ মাঝিমাল্লাকে আটক ও বোটটি জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটক মাঝিমাল্লাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।