লক্ষ্মীপুরে যুবলীগের হামলায় এসআইসহ ৪ পুলিশ আহত


প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে যুবলীগের হামলায় পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) ৪ সদস্য আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সদর উপজেলার মজু চৌধুরীরহাটের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রিমন নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করা হয়েছে। আটক রিমন ওই এলাকার যুবলীগ নেতা শরীফ মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার থেকে ওই এলাকার সাইফিয়া দরবার শরীফে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল চলছিল। মাহফিলের দ্বিতীয় দিন ছিল শুক্রবার। বিকেল ৩টার দিকে দরবার শরীফ থেকে ১০ টাকার টিকেট নিয়ে মুসল্লিরা লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছিলেন। ওই সময় চররমনী মোহন ইউনিয়নের যুবলীগ সভাপতি সফিক আহমদ প্রকাশ শরীফ মোলস্নার নেতৃত্বে ১০- ১৫ জন যুবলীগ নেতা-কর্মী টিকেট না নিয়ে জোর করে খাবার নিতে চায়। এ সময় কর্তব্যরত পুলিশ তাদেরকে টিকেট নিয়ে এবং লাইনে দাঁড়িয়ে খাবার নিতে বললে ক্ষপ্তি হয়ে তারা পুলিশের ওপর হামলা চালান। এতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু ছায়েদ ও তিন পুলিশ কনস্টেবল আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল-মামুন ভূঁইয়া জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশের কাজে বাধা ও পুলিশকে মারধরের অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।