রানীনগরে বিজয় দিবসের আলোচনা সভা থেকে বিএনপির ২ নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১

নওগাঁর রানীনগরে বিজয় দিবসের আলোচনা সভা থেকে বিএনপির দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে থানা বিএনপির কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

jagonews24

আটকরা হলেন, রানীনগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল এবং থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নওশাদ আলী।

জানা গেছে, থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধা শেষে দুপুর দেড়টায় শোভাযাত্রা বের করে।শোভাযাত্রাটি রানীনগর সদরের বটতলী মোড় পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দেয়। এসময় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুপুর ২টায় থানা বিএনপির কার্যালয় থেকে বিজয় দিবসের আলোচনা সভার ব্যানার, চেয়ার-টেবিলসহ দুইজনকে আটক করে।

jagonews24

রানীনগর থানা যুবদলের আহ্বায়ক এমদাদ হোসেন বলেন, কোনো কারণ ছাড়াই এসআই সাজ্জাদ হোসেন বেশ কয়েকজনকে বেদম মারপিট করে।পরে দুজনকে আটক করে নিয়ে যায়। পুলিশের এমন হিংসাত্মক আচরণের তীব্র নিন্দা জানাই।

রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মো. শাহিন আকন্দ বলেন, দুজনকে আটক করা হয়েছে। তবে বিজয় শোভাযাত্রার কারণে তাদের আটক করা হয়নি।

আব্বাস আলী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।