শহীদ মিনারের ‘তালা ভেঙে’ ফুল দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ১৬ ডিসেম্বর ২০২১

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে শহীদ মিনারের ‘তালা ভেঙে’ ফুল দিয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১৫ ডিসেম্বর)বিকেলে লোক পাঠিয়ে জানতে পারি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে তালা দেওয়া। পরে সন্ধ্যায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ গিয়ে সেই তালা অপসারণ করে ফুল দেওয়ার জন্য উম্মুক্ত করি।

তিনি আরও বলেন, শুনেছি শহীদ মিনারে দেওয়া তালার চাবি বসুরহাট পৌরসভায় থাকে। কিন্তু বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য প্রস্তুত করতে বার বার চাবি চেয়েও না পেয়ে তা অপসারণ করা হয়।

পরে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০ বার তোপধ্বনির পর শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরমধ্যে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি দপ্তর-অধিদপ্তর, বসুরহাট পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

ইকবাল হোসেন মজনু/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।