খুলনা সিটির সাবেক মেয়র তৈয়বুর রহমান মারা গেছেন


প্রকাশিত: ০৮:০০ পিএম, ০১ জানুয়ারি ২০১৬

খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও কেন্দ্রীয় বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়বুর রহমান (৮০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত ১১টায় নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তৈয়বুর রহমানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতাল ও নগরীর কয়লাঘাট রোডের বাসভবনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ভিড় করছেন।

তিনি টানা তিনবার খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৩৬ সালের ২১ অক্টোবর তিনি বাগেরহাট সদরের কররী গ্রামে জন্মগ্রহণ করেন।

আলমগীর হান্নান/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।