রাঙ্গামাটিতে প্রতিবন্ধী শিশু ধর্ষণে বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১
রায় ঘোষণার পর আদালত থেকে বৃদ্ধ হারুন অর রশিদকে কারাগারে নেওয়া হচ্ছে

রাঙ্গামাটিতে প্রতিবন্ধী শিশু ধর্ষণে হারুন অর রশিদ (৮৫) নামের এক বৃদ্ধকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে আগামী ৬০ দিনের মধ্যে ভুক্তভোগীর পরিবারকে তিন লাখ টাকা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ. ই. এম ইসমাইল হোসেন এ রায় দেন।

মামলার বরাত দিয়ে সরকারি কৌঁসুলি রফিকুল ইসলাম জানান, রাঙামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর মধ্যপাড়ার বাসিন্দা হারুন অর রশিদ এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেন। তার চিৎকারে আশপাশের লোকজন আসামিকে ধরে পুলিশে সোপর্দ করেন। একই সঙ্গে ভিকটিমকে নানিয়াচর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

jagonews24

পরে ২০২০ সালের ৪ অক্টোবর প্রতিবন্ধী শিশুর মা বাদী হয়ে রাঙামাটির নানিয়ারচর থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত মামলার রায় দেন।

রায়ে বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ডসহ শিশুর পরিবারকে তিন লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন আদালত। জরিমানার অর্থ ১৮০ দিনের মধ্যে দিতে ব্যর্থ হলে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রয়ের মাধ্যমে ওই অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার জন্য রাঙ্গামাটি জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

শংকর হোড়/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।