বরিশালে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২৯ এএম, ০১ জানুয়ারি ২০১৬

বরিশাল বিভাগের ৬ জেলায় প্রাথমিক ও মাধ্যমিকে ২৪ লাখ ৩২ হাজার ৪৯১ জন শিক্ষার্থীর হাতে নতুন বছরের প্রথম দিন তুলে দেয়া হয়েছে ২ কোটি ৮ লাখ ৩ হাজার ২৫টি নতুন বই।

শুক্রবার সকালে একযোগে নতুন বই উৎসব অনুষ্ঠানে বাংলা-ইংরেজি মাধ্যম, এসএসসি ও দাখিল, ভোকেশনাল এবং এবতেদায়ী ও দাখিল পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা।

সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন বিভাগীয় কমিশনার মো. গাউস। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিফিতরের উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান এবং সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন।

বেলা ১১টার দিকে জিলা স্কুল মাঠে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এবং প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রায় একই সময়ে নগরীর দোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসব অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ। এ সময় প্রাথমিক শিক্ষা অধিফিতরের বিভাগীয় উপ-পরিচালক মাহবুব এলাহী, জেলা পুলিশ সুপার এসএম আকতারুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Barisal

বরিশাল বিভাগে প্রাথমিকের ১২ লাখ ৯৫ হাজার ৭শ ৬৪ শিক্ষার্থীর মাঝে এবার ৫৯ লাখ ৫২ হাজার ৯৯টি এবং মাধ্যমিক, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং এবতেদায়ী ও দাখিল মাদরাসার ১১ লাখ ৩৬ হাজার ৭শ’ ২৭ শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৫০ হাজার ৯শ ২৬টি নতুন বই।

বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, নতুন বছরের প্রথম দিন সরকারের দেয়া বিনা মূল্যের নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বছরের প্রথম দিনেই পড়াশোনা শুরু করতে পারবে এবং এতে তাদের ফলাফল আরও ভাল হবে।

জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বলেন, নতুন বইয়ের ঘ্রাণ শিক্ষার্থীদের অনুপ্রাণীত করবে। এতে তারা নতুন উদ্যমে বছরের প্রথম দিনেই পড়াশোনায় মনযোগী হবে।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।