জানাজায় যাওয়ার সময় সড়কে গেলো দুই প্রতিবেশীর প্রাণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২১

মাগুরা-নড়াইল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গোলাম নবী মোল্ল্যা (৭০) ও বাবুর আলী বিশ্বাস (৬০) নামে দুই প্রতিবেশী নিহত ও ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টায় মহাসড়কের পাঁজাখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত গোলাম নবীর স্বজন রফিক খান জানান, আত্মীয়ের জানাজায় শরিক হতে তারা মাগুরার পারলা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বাস দুর্ঘটনায় তারা মারা যায়। নিহত গোলাম নবী চাঁদপুর গ্রামের সব্দুল মোল্যার ছেলে ও বাবুর আলী একই গ্রামের মৃত কাদের বিশ্বাসের ছেলে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্ককর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, মহম্মদপুর থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে গোলাম নবী মোল্ল্যা (৭০), বাবুর আলী বিশ্বাস (৬০) ঘটনা স্থলেই মারা যান। এ সময় শারমিন, রাশিদা, নুর ইসলাম, মারুফ, রেজাউল ইসলাম, নুসরাত, মজিদ বাচ্চুসহ ২০ জন আহত হয়। তাদের মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।