নোয়াখালীতে দুই প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ১৩ ডিসেম্বর ২০২১

নোয়াখালী সদর উপজেলার কালাদরাফ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছ। এতে উভয়পক্ষের তিনজন সমর্থক আহত হয়েছেন।

রোববার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শুল্লুকিয়া হাজী করমুল্ল্যাহ বাজারে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- নুরুল আলম (৫৫) ও সুলতান (৬০) ও গায়ক (৩৯)। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন গণসংযোগ করে নিজের নির্বাচনী ক্যাম্পে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে নৌকা প্রতীক সদৃশ একটি গাড়ি আসছিল। এ সময় নৌকা প্রতীকের ওই গাড়ির ভেতরে থাকা একজন স্বতন্ত্র প্রার্থীর লোকজনকে সাইড দিতে বলে। এ নিয়ে নৌকার সমর্থক রিয়াজ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের সঙ্গে খারাপ আচরণ করেন। এ নিয়ে দুপক্ষ পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুর চালান।

নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেন বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী নুরুল আমিনের নেতৃত্বে ২০-৩০ আকস্মিক করমুল্ল্যাহ বাজারে তার নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর চালায়। এ সময় কার্যালয়ে বসা দুই সমর্থককে পিটিয়ে আহত করে এবং কার্যালয়ে থাকা চেয়ার টেবিল ও তিনটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী নুরুল আমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার নেতৃত্বে নৌকা প্রতীকের কোনো নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়নি। বরং রোববার রাতে নৌকা প্রতীকের সমর্থকেরাই তার বাড়িতে হামলা চালিয়ে তিনটি মোটরসাইকেল ও তার বসত ঘরের কাঁচের জানালা ভাঙচুর করেছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, নির্বাচনী বিরোধে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইকবাল হোসেন মজনু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।