জিপিএ-৫ পেয়েছে সাত খুনের ঘটনায় নিহত স্বপনের মেয়ে


প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় নিহত স্বপনের মেয়ে ইসরাত জাহান স্বর্নালী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। স্বর্ণালী নিহত নাসিক কাউন্সিলর নজরুল ইসলামের বন্ধু স্বপনের মেয়ে।

সে সিদ্ধিরগঞ্জ শাহীনুর কিন্ডার গার্ডেন স্কুল থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এ সফলতা অর্জন করে। স্বর্ণালী স্কুলে বরাবরই ভাল ফলাফল করে আসছে। সে ওই স্কুলের মেবাধী ছাত্রী। স্কুলের শিক্ষকসহ তার পরিবার স্বর্ণালীকে নিয়ে অনেক স্বপ্ন দেখছেন।  

স্বর্ণালী তার এ ফলাফলের খবর পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। চোখে জল নিয়ে স্বর্ণালী জাগো নিউজকে জানান, আজকের আমার এই সফলতা সবচেয়ে খুশি হতেন বাবা। তিনি নেই আমার এই সফলতার মূল্যটা অনেকটা কমে গেছে। যারা বাবাকে নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার যেন এই বাংলার মাটিতে হয়। আর বাবার অভাবটা বুঝতে দেয়নি মা মোর্শেদা আক্তার।  

উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার, নজরুলের বন্ধু স্বপনসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের লাশ।

শাহাদাত হোসেন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।