নেত্রকোনায় পরাজিত দুই কাউন্সিলর সমর্থকদের সংঘর্ষ
নেত্রকোনা পৌর নির্বাচনে পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পৌর শহরের মইনপুর এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
বৃহস্পতিবার দুপুরে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শহরের ৩নং ওয়ার্ডে মইনপুর গ্রামের কাউন্সিলর প্রার্থী শামীম রেজা সরল ও আতাউর রহমান পৌরসভা নির্বাচনে হেরে যায়। আর এরই জের ধরে শামীম রেজা সরল ও আতাউর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় অন্তত আটজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। ওই এলাকায় র্যাব মোতায়েন করা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে পুলিশ।
কামাল হোসাইন/এআরএ/পিআর