এবার পিএসসিতে খুলনায় বেড়েছে পাসের হার


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫

গত বছরের তুলনায় এবার খুলনা জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পেয়েছে। গত বছর জেলায় পাসের হার ছিল ৯৮ দশমিক ৫৮ শতাংশ। আর এ বছর তা বৃদ্ধি পেয়ে ৯৯ দশমিক ২০ শতাংশ হয়েছে। তবে পাসের হারে ছেলেরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা।

জেলায় ছেলেদের পাসের হার ৯৯ দশমিক ২০ শতাংশ ও মেয়েদের পাসের হার ৯৯ দশমিক ১৯ শতাংশ। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন জাহান আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, খুলনা জেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ৩৮ হাজার ৪৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৮ হাজার ১৭৫ শিক্ষার্থী পাস করেছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে পাঁচ হাজার ৫৮২ জন। এর মধ্যে দুই হাজার ৬৮৫ জন ছেলে ও দুই হাজার ৮৯৭ জন মেয়ে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ২৮০ জন।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, মা সমাবেশ ও স্কুল পরীক্ষা, মডেল টেস্টের ব্যবস্থার কারণে এ বছর ফলাফল গত বছরের তুলনায় ভাল হয়েছে।

এদিকে, খুলনা জেলায় ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় তিন হাজার ৩৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে তিন হাজার ৭৪ জন। পাসের হার ৯১ দশমিক ৭ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩ দশমিক ৪৯ শতাংশ। এ বছর ছেলেদের এক হাজার ৬৭০ জনের মধ্যে পাস করেছে এক হাজার ৫৫৫ জন। মেয়েদের এক হাজার ৬৮২ জনের মধ্যে এক হাজার ৫১৯ জন শিক্ষার্থী পাস করেছে।

আলমগীর হান্নান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।