গরু চুরি করতে গিয়ে ধরা পড়ে পুকুরে ঝাঁপ মা-মেয়ের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৭:৪৯ পিএম, ১০ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

চাষির গোয়ালঘর থেকে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছেন মা-মেয়ে। পরে তাদের পুলিশে দেওয়া হয়। শুক্রবার (১০ ডিসেম্বর) ভোরের দিকে পাবনার চাটমোহর উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন-পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার চর শ্রীপুর গ্রামের ইউনুস আলীর স্ত্রী আল্লাদি খাতুন (৪২) ও তার মেয়ে শাপলা খাতুন (১৬)। শাপলা খাতুন ইউনুস আলীর সৎময়ে।

জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় তারা পুকুরে ঝাঁপ দেন। পরে জনতা তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ বলছে, এরা সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।

পুলিশ জানায়, শুক্রবার ভোরের দিকে রামনগর গ্রামে জনৈক নজরুল ইসলামের গোয়ালঘরের বাঁশের বেড়া খুলে মা-মেয়ে ভেতরে ঢোকেন। তারা গোয়ালঘরে বেঁধে রাখা তিনটি গরু ছেড়ে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় চাষি নজরুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা খাতুন বিষয়টি টের পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এসময় আল্লাদি খাতুন ও তার মেয়ে শাপলা খাতুন পালানোর জন্য পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। গ্রামবাসী পুকুর থেকে তাদের তুলে এনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাদের আটক করে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগে এমন না হলেও ইদানীং কিছু নারী গরু চুরির সঙ্গে জড়িয়ে পড়েছেন। এরা সংঘবদ্ধ গরুচোর চক্রের সঙ্গে জড়িত। গরু চোরেরা ছোট ট্রাক বা পিকআপ একটু দূরে দাঁড় করিয়ে রাখে। আর নারী সদস্যদের দায়িত্ব দেওয়া থাকে তারা গোয়ালঘর থেকে গরু নিয়ে গাড়ি পর্যন্ত আসবেন।

নারীদের এ কাজে ব্যবহারের কারণ সম্পর্কে তিনি বলেন, নারীদের দিয়ে এ কাজ করালে শব্দ একটু কম হয়। তাদের রাস্তায় দেখলেও জনগণের সন্দেহ কম হয়। ওই মা-মেয়ে গরুচোর চক্রের সদস্য বলে তিনি জানান।

ওসি জানান, এ ঘটনায় নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটকদের জিজ্ঞাসাবাদ করে তাদের চক্রের বিষয়ে তথ্য নেওয়া হচ্ছে। শনিবার (১১ ডিসেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হবে।

আমিন ইসলাম জুয়েল/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।