সিলেটে বেড়েছে জিপিএ-৫ ও পাসের হার


প্রকাশিত: ১১:১৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

সিলেট শিক্ষাবোর্ডে অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা দুটিই বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৫৬ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল চার হাজার ১০ জন শিক্ষার্থী। গতবারের চেয়ে এবছর জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ৯৪৬টি।

সিলেট শিক্ষাবোর্ডে জেএসসিতে এবার পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ। গত বছর এই পাসের হার ছিল ৯১ দশমিক ৫৭ শতাংশ। গতবারের চেয়ে এবছর পাশের হার বেড়েছে দুই দশমিক ২০ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত হয় জেএসসির ফলাাফল। সিলেট শিক্ষাবোর্ড দেশের আটটি শিক্ষাবোর্ডের মধ্যে চতুর্থ স্থান অর্জন করেছে।

এবার দেশ সেরা হয়েছে, রাজশাহী শিক্ষাবোর্ড। এই বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে, বরিশাল বোর্ড। তাদের পাসের হার ৯৭ দশমিক ২৬ শতাংশ। ৯৫ দশমিক ৪৪ শতাংশ পাশের হার নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে যশোর  বোর্ড। যশোরের ঠিক নিচে চতুর্থ স্থান অর্জন করেছে, সিলেট বোর্ড। এবোর্ডে পাসের হার ৯৩ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া সিলেটের নিচে রয়েছে ঢাকা, চট্রগ্রাম, দিনাজপুর ও কুমিল্লা শিক্ষাবোর্ড।

এছাড়া গত বছরের মতো এবারো সিলেট শিক্ষাবোর্ডে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, সিলেট শিক্ষাবোর্ডের অধীনে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে দুই হাজার ৬৮৭ জনই মেয়ে। দুই হাজার ২৬৯ জন ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। ছেলেদের চেয়ে ৪১৮টি জিপিএ-৫ বেশি পেয়েছে মেয়েরা।
 
মেয়েদের মধ্যে সিলেট শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সিলেট জেলায় এক হাজার ২৬৬টি। হবিগঞ্জ জেলায় ৬২জন, সুনামগঞ্জ জেলায় ২৮৬ জন ও মৌলভীবাজার জেলায় ৫৩৩ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
 
Sylhet

ছেলেদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক এক হাজার ১৬৩ জন, হবিগঞ্জ জেলায় ৪৫৬জন, সুনামগঞ্জ জেলায় ২৪০ জন ও মৌলভীবাজার জেলায় ৪১০ জন ছেলে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
 
২০১৪ সালের জেএসসি পরীক্ষায় মোট চার হাজার ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। এর মধ্যে দুই হাজার ১৩০ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। আর এক হাজার ৮৮০ জন ছেলে শিক্ষার্থী জিপিএ ৫ পায়। সেবার ২৫০ জন মেয়ে শিক্ষার্থী জিপিএ-৫ বেশি পায়।
 
সিলেটে যে গ্রেডে যতজন পাস : সিলেট শিক্ষাবোর্ডের অধীনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট বিভাগে মোট এক লাখ ১৮ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৫৬ জন পরীক্ষার্থী।

এছাড়া সিলেট শিক্ষাবোর্ডে এ গ্রেডে পাস করেছে ২৯ হাজার ৮৯৪ জন, এ মাইনাস গ্রেডে ২৭ হাজার ১৫ জন, বি গ্রেডে ২৮ হাজার ১৭ জন, সি গ্রেড ২৭ হাজার ৬১ জন এবং ডি গ্রেডে পাস করেছে এক হাজার ৯১২ জন শিক্ষার্থী।

সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান একেএম গোলাম কিবরিয়া তাফাদার জাগো নিউজকে জানান, এবারের জেএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক। তবে আগামীতে আমরা আরো ভালো করার জন্য বিভিন্ন উদ্যোগ নেব।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।