দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪১ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় মেয়েরা এগিয়ে রয়েছে। পাসের হার ও জিপিএ সব মেয়েদের দখলে। এ বোর্ডে এবার পাসের হার ৯১.৫২ শতাংশ। যার মধ্যে মেয়েদের পাশের হার ৯১.৯৬ ভাগ এবং ছেলেদের পাশের হার ৯১.০৬ ভাগ। এতে করে দেখা য়ায় ছেলেরা দশমিক ৯০ শতাশ কম পাস করেছে।

জিপিএ-৫ পাওয়া ১৯ হাজার ১৪৩ জনের মধ্যে ১০ হাজার ১৬১ জন মেয়ে ও ৮ হাজার ৯৮২ জন ছেলে। সে অনুযায়ী এবার ছেলেদের চেয়ে এক হাজার ১৭৯ জন মেয়ে জিপিএ ৫ বেশি পেয়েছে।   

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।