রাজশাহীতে বেড়েছে জিপিএ-৫


প্রকাশিত: ১০:২৫ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

গতবারের চেয়ে এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাশের হার বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও। রাজশাহী শিক্ষাবোর্ড এবারে পাশের হার ৯৭ দশমিক ৪৬। বৃহস্পতিবার দুপুরে শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ।

তিনি জানান, এবছর দুই লাখ ২৩ হাজার ৭৫৪ পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে দুই লাখ ১৮ হাজার ৮৪ জন। গতবারের চেয়ে পাশের হার বেড়েছে। গত বছর এ বোর্ডে পাশের হার ছিল ৯৫ দশমিক ৩২ শতাংশ। পাসের হারের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।

এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৮৩। এরমধ্যে ১৬ হাজার ৩৬৫ জন ছাত্র এবং ১৮ হাজার ৭১৮ জন ছাত্রী। গতবছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ছিল ২৩ হাজার ৬০৬। শতভাগ পাশ করা স্কুলের সংখ্যা এক হাজার ৪১৫টি।

তিনি আরো বলেন, গত বছরগুলোর চেয়ে শিক্ষকদের বেশি প্রস্তুতির কারণে এবার ফলাফল ভালো হয়েছে। এছাড়া ফলাফল ভালো করার জন্য প্রতিটি বিদ্যালয়কে বোর্ডের পক্ষ থেকে চাপ দেয়া হয়েছে, বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে। আগামীতে আরো ভালো ফলাফল করার প্রত্যয় ব্যক্ত করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক দেবাশীষ রঞ্জন রায়, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) আকবর হোসেন, সিনিয়র সিস্টেম এনালিস্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী শফিকুল ইসলাম, প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) এসএম গোলাম আজম, উপ-সচিব (প্রশাসন) চলতি দায়িত্ব ওয়ালিদ হোসেন, উপ-বিদ্যালয় পরিদর্শক (চলতি দায়িত্ব) মুঞ্জুর রহমান খান, প্রোগ্রামার শামীম আল আমিন এবং তথ্য ও গণসংযোগ অফিসার এএফএম খায়রুল আলম।

উল্লেখ্য, গতবছর দুই লাখ ৫১৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করে এক লাখ ৯১ হাজার ১৩০ জন।

শাহরিয়ার অনতু/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।