ছাত্র নিহতের ঘটনায় যবিপ্রবি বন্ধ ঘোষণা


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ১৪ জুলাই ২০১৪

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বহিরাগত ছাত্রলীগ কর্মীদের হাতে নাইমুল ইসলাম রিয়াদ নামে এক ছাত্র খুনের ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদের রাত ৯টার মধ্যে ও ছাত্রীদের মঙ্গলবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় গেটে বহিরাগত ছাত্রলীগ কর্মীরা রিয়াদের ঘাড় ও বুকে ছুরি মেরে তাকে হত্যা করে। রিয়াদকে রক্ষা করতে গিয়ে জুয়েল নামে তার এক সহপাঠী আহত হয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।