দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৮:০৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫
ফাইল ছবি

দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. নুরুজ্জামান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮ টায় ভারতের একটি হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় মারা যান তিনি।

নিহত নুরুজ্জামান সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম চেনপাড়া গ্রামের মো. সহিদুর রহমানের ছেলে।

২৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. কোরবান আলী বলেন, মো. নুরুজ্জামান বুধবার রাত আড়াইটায় বড়গ্রাম সীমান্তের ৩১২নম্বর মেইন পিলার পেরিয়ে ভারতের ২০০ গজ অভ্যন্তরে দক্ষিণ দিনাজপুরের এলেনদারী স্থানে প্রবেশ করে। এ সময় বিএসএফ গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে বিএসএফ তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে সেখানে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ ব্যাপারে মরদেহ ফেরত চেয়ে বিএসএফকে চিঠি প্রদান করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে।

এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।