কুমিল্লা বোর্ডে জেএসসিতে পাসের হার ৯২.৫১
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে পাসের হার ৯২.৫১ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৭৪৭ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বাড়লেও কমেছে পাসের হার ও শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। এ বছর জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী বেড়েছে।
প্রাপ্ত ফলাফলে জানা যায়, এ বছর ২ লাখ ৪১ হাজার ৫৪১ জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ২৫৯ জন ও ছাত্রী ১ লাখ ২৮ হাজার ১৯৪ জন। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২০ হাজার ৭৪৭ জন। এর মধ্যে ছাত্র ৮ হাজার ৮২ জন ও ছাত্রী ১২ হাজার ৬৬৫ জন। এবার শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৪৫টি।
গত বছর ২ লাখ ২৩ হাজার ৩৯৮ জন জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৯ হাজার ৪৪৬ পাস করে। এদের মধ্যে জিপিএ ৫ পেয়েছিল ১৭ হাজার ২৬৪ জন এবং ৫২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছিল।
কামাল উদ্দিন/এসএস/আরআইপি