লোহার পাইপের ভেতর মিললো সাড়ে ৪ হাজার ইয়াবা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৭ ডিসেম্বর ২০২১

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে ৪৭০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির ৫৩২০ টাকা এবং দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে র‌্যাব-১১র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার মো. গাজী বিশ্বাস (৩২) ফরিদপুরের মধুখালীর পশ্চিম গারাখোলা এলাকার মো. মালেক বিশ্বাসের ছেলে।

লোহার পাইপের ভেতর মিললো সাড়ে ৪ হাজার ইয়াবা

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১র স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম জানান, গ্রেফতার আসামি একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে তিনটি লোহার তৈরি মোটা পাইপের ভেতর স্কচটেপ দিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা সরবরাহ করছিলেন। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৌশলে কক্সবাজার থেকে ইয়াবা এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।