দুর্গেই জামানত হারালো জাপা


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ৩১ ডিসেম্বর ২০১৫

এক সময়ের দুর্গ নামে খ্যাত রংপুরে শোচনীয় পরাজয় হয়েছে জাতীয় পার্টির। জেলার বদরগঞ্জ পৌসরভা নির্বাচনে উপজেলা ছাত্র সমাজের সভাপতি লাতিফুল খাবীর লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন। নির্বাচন কার্যালয় ঘোষিত ফলাফল অনুযায়ী জাপার এ প্রার্থী পেয়েছেন ১৭১ ভোট।

জাতীয় পার্টির এমন ধারাশায়ীতে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। আগামীতে আর কোনো নির্বাচনেই দলটি ভালো অবস্থান সৃষ্টি করতে পারবে না বলে মন্তব্য করছেন অনেকেই।

বদরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, এবারের বদরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিভিন্ন দল থেকে ৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উত্তম সাহা ৬৯৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আজিজুল হক পেয়েছেন ৫৯৯৫ ভোট। এছাড়াও বিএনপির অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ৫৫৪, জাপার লাতিফুল খাবীর ১৭১, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল বাকি ২৪২ এবং ন্যাশনাল পিপলস পার্টির শামীম আরা পেয়েছেন ৫৬ ভোট।

ফলাফল ঘোষণার পর জাতীয় পার্টির এমন ধারাশায়ী হওয়ায় বদরগঞ্জ পৌর এলাকার কৃষক আবুল হোসেন তার প্রতিক্রিয়ায় জাগো নিউজকে বলেন, নাঙ্গলের দিন শ্যাষ হইছে বাহে। মুই দাঁড়াইলে ওর চ্যায়া বেশি ভোট পানুং হয়।

মুদী ব্যবসায়ী আসলাম বলেন, মেয়র ভোট না, মেম্বারি ভোটেও জাতীয় পার্টি আর কোনো দিন জিতবার পাবে না।

শুধু জাতীয় পার্টি না, বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর এমন পরাজয়েও সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। আগামীতে বিএনপির অবস্থানও জাতীয় পার্টির মত হতে চলেছে কিনা এমন প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয় ভোটারসহ সাধারণ মানুষের মাঝে।

নাম প্রকাশে অনিচ্ছুক বদরগঞ্জ উপজেলা জাপার এক নেতা জাগো নিউজকে বলেন, জাতীয় পার্টির এমন পরাজয়ে তারা লজ্জিত। এমন অবস্থা চলতে থাকলে জাপার দুর্গ বলতে আর কিছুই থাকবে না।

উল্লেখ্য, বদরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৭ হাজার ৪শ’ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৭শ’ ৪জন ও নারী ভোটার ৮ হাজার ৭শ’ ৭৭জন।  বুধবারের পৌর নির্বাচনে ১৪ হাজার ৮৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

জিতু কবীর/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।