দেড় কোটি টাকার সাপের বিষসহ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বিরামপুর (দিনাজপুর)
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক কোটি ৬০ লাখ টাকা মূল্যের সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৩৮) নামের এক যুবককে আটক করেছে বিজিবি।

সোমবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার শিবপুর বাজার এলাকায় থেকে তাকে আটক করা হয়। রফিকুল ইসলাম উপজেলার বিনাইল ইউনিয়নের হামলা কুড়িগ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

বিজিবি শিবপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আহসান বলেন, সাপের বিষ পাচারের খবর পেয়ে সেখানে অভিযান চালায় বিজিবি। একটি মোটরসাইকেলে করে রফিকুল ইসলাম ভারতে যাচ্ছিলেন। পরে তার দেহ তল্লাশি করে সাপের বিষ ভর্তি একটি বোতলসহ তাকে আটক করা হয়।

জানতে চাইলে ২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদ বলেন, সকালে ৪০০ গ্রাম সাপের বিষ ভর্তি একটি বোতলসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ আটক করা হয়েছে। উদ্ধার সাপের বিষের মূল্য আনুমানিক এক কোটি ৬০ লাখ টাকা।

আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।