সেতুমন্ত্রীকে ‘স্বর্ণপদক’ দিচ্ছেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১

মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মুজিব বাহিনীর কমান্ডার সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজন বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর-৭১’ সম্মাননা (স্বর্ণপদক) দেবেন নোয়াখালীর বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জা।

কোম্পানীগঞ্জ-নোয়াখালী মুক্ত দিবসে মঙ্গলবার (৭ ডিসেম্বর) পদক প্রদানসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন মেয়র। সোমবার (৬ ডিসেম্বর) এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে-ওবায়দুল কাদেরসহ সাত বীর মুক্তিযোদ্ধাকে ‘বীর-৭১’ সম্মাননা প্রদান, স্মৃতি ধরে রাখতে বীর মুক্তিযোদ্ধাদের নামসহ ‘বীর-৭১ স্মৃতিস্তম্ভ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, সুবর্ণজয়ন্তীতে বিজয়ের আনন্দ র‌্যালি, মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র (কম্বল) বিতরণ, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার দিনব্যাপী এসব অনুষ্ঠান চলবে।

ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।