জাহাজের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ১২ জেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৬ ডিসেম্বর ২০২১
ফাইল ছবি

ভোলার সাগর মোহনায় জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারে থাকা ২১ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ আছেন ১২ জন।

জীবিত ও নিখোঁজ জেলেরা ভোলা সদর উপজেলার ইলিশ ইউনিয়ন ও চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর, নুরাবাদ এবং আহম্মেদপুর ইউনিয়নের বাসিন্দা।

আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান প্রিন্স জাগো নিউজকে বলেন, রোববার (৫ ডিসেম্বর) বিকেলে একটি মাছ ধরার ট্রলারে বাচ্চু মাঝির নেতৃত্বে ২১ জেলে সাগর মোহনার উদ্দেশ্যে রওয়ানা হন। সোমবার ভোরে একটি জাহাজ তাদের ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় পাশ দিয়ে যাওয়া আরেকটি মাছ ধরার ট্রলার ৯ জনকে জীবিত উদ্ধার করে। তবে এখনো ১২ জন জেলে নিখোঁজ আছেন।

চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল নোমান জানান, নিখোঁজদের সন্ধানে পুলিশ, কোস্টগার্ড ও নৌ পুলিশ কাজ করছে।

জুয়েল সাহা বিকাশ/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।