নাটোরে ৬ পৌরসভার পাঁচটিতে আ.লীগ বিজয়ী


প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৫

নাটোরের ছয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পাঁচটি এবং একটিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন। নাটোর সদর পৌরসভায় মেয়র পদে উমা চৌধুরী জলি ১৯ হাজার ২শ` ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এমদাদুল হক আল মামুন পেয়েছেন  ১৬,২শ` ৬ ভোট।

সিংড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জান্নাতুল ফেরদৌস পেয়েছেন ১৪ হাজার ৫শ` ৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামিম আল রাজি পেয়েছেন ৪হাজার ৩শ` ৯৩ ভোট। গোপালপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোলাম ৪ হাজার ৯শ` ১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র পদে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৩ হাজার ৫শ` ৮৯ ভোট।

গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহনেওয়াজ আলী মোল্লা ৯ হাজার ৫৪ ভোট পেয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫ হাজার ৪শ` ৯৪ ভোট। নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে সফির উদ্দিন মণ্ডল ৩ হাজার ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী আব্বাস আলী নান্নু পেয়েছেন এক হাজার ৬শ` ৯৫ ভোট।

 বড়াইগ্রাম পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল বারেক সরদার ৫ হাজার ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী শরিফুল হক মুক্তা পেয়েছেন ৩ হাজার ৮১ ভোট।

রেজাউল করিম রেজা/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।